সালিশে মারধরে কৃষকের মৃত্যু, সাবেক সেনা সদস্য আটক

3 hours ago 4

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের একটি সালিশ বৈঠকে মারধরে মহিউদ্দিন মহারাজ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ভাই শওকত আলী জোমাদ্দার (৫৫)।

এ ঘটনায় শনিবার (১ মার্চ) সকালে মোরেলগঞ্জ হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন মহারাজ বরইতলা গ্রামের আবুবকর জোমাদ্দারের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, মারধরে আহত মহিউদ্দিন মহারাজ মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

আরএইচ/জেআইএম

Read Entire Article