খেলাপি ঋণ আদায়ে এবার বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ওরফে মাসুদের চট্টগ্রামের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ওই বাসভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার শতাধিক কর্মকর্তা।
অবস্থান কর্মসূচিতে নিজেদের মুখ ঢাকতে মুখে মাস্ক পরেন এস আলমের নিয়োগ দেওয়া অনেক কর্মকর্তা। কর্মকর্তারা জানান, ব্যাংকের বকেয়া বিনিয়োগ আদায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশে তারা সাবেক চেয়ারম্যানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।
- আরও পড়ুন
- এস আলম গ্রুপের ৩ হাজার ১৭০ কোটি টাকার কর মওকুফ
- ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকের বেশি নিয়েছে এস আলম
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা বলেন, ব্যাংকের কাজ হলো গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নিয়ে অন্যত্র বিনিয়োগ করা। বিনিয়োগের টাকা সময়মতো আদায় করা না গেলে যারা ডিপোজিট রেখেছেন তাদের টাকাও চাহিদা মতো ফেরত দেওয়া কঠিন। ব্যাংক চেয়ারম্যানের প্রতিষ্ঠানগুলোতে নেওয়া ঋণ সময়মতো পরিশোধ না হওয়ায় এখন ব্যাংকে সংকট সৃষ্টি হয়েছে।
‘এই সংকট সমাধানে আমাদের সবচেয়ে বড় গ্রাহক এস আলম গ্রুপ এবং এই গ্রাহক সংশ্লিষ্ট যে বিনিয়োগগুলো আছে তা আদায়ের জন্য প্রধান কার্যালয়ের নির্দেশে আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি’- বলেন তিনি।
ব্যাংকটির আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেইন চৌধুরী বলেন, ব্যাংকের সাবেক চেয়ারম্যানের প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কাছে আমাদের ব্যাংকের বড় অংশের বিনিয়োগ রয়েছে। সেটি আদায়ে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে অবস্থান নিয়েছি।
জানা গেছে, বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এরমধ্যে এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। যেখানে শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ ৩৫ হাজার কোটি টাকা।
এমডিআইএইচ/এমকেআর/এএসএম