চট্টগ্রামে এসএমজি ও শটগানের ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার কার্তুজের মধ্যে ১১ রাউন্ড এসএমজি ও বাকি ৬ রাউন্ড শটগানের।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির দেলোয়ার হোসেনের কলোনিতে অভিযান চালায় বাকলিয়া থানা পুলিশ। এ সময় কলোনির ৭ নম্বর কক্ষ তল্লাশি চালিয়ে ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- লোহাগাড়া থানার হাজী পাড়ার বাসিন্দা আবুল খায়ের ওরফে বালু মিয়ার ছেলে মো. রুবেল (২৫) এবং কক্সবাজার মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার সাব্বির আহমদের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৩৭)।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার কালবেলাকে বলেন, বাকলিয়া থানার বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে নগরীর কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।