চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা

2 months ago 40

চট্টগ্রামের বন্দর থানা এলাকায় ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, সিটি করপোরেশনের ময়লার ডিপো থেকে খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ ও বিক্রি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নগরীর বন্দর থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের টিজি কলোনি এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের ময়লার ডিপোতে তাকে ছুরিকাঘাত করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান কালবেলাকে বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, জসিম ৫ আগস্টের পর থেকে আনন্দবাজার ময়লার ডিপো থেকে ফেলে দেওয়া পঁচা-বাসি খাবার কুড়িয়ে বিক্রি করতেন। এই ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাকে ছুরিকাঘাত করা হয়। তার গলার একপাশে আঘাত করার ফলে শ্বাসনালি কেটে যায়। পরে চিকিৎসাধীন অবস্থার বুধবার সকালে তার মৃত্যু হয়।

কাজী মুহাম্মদ সুলতান আহসান আরও বলেন, এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Read Entire Article