চট্টগ্রামে গরুর হাটে শ্বশুরকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

3 months ago 43

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে নিজের মেয়ে জামাতার ছুরিকাঘাতে ওসমান গণি ওরফে বাচা মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকারী জামাতা মো. হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (৬ জুন) বিকেলে রাঙ্গুনিয়া ‍থানাধীন গোডাউন ঘর গরুর হাটে এ ঘটনা ঘটে। নিহত বাচা মিয়া রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ড রাজাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈদ উপলক্ষে নিজের তিনটি গরু নিয়ে বাজারে এসেছিলেন বাচা মিয়া। এর মধ্যে দুটি গরু বিক্রি করলেও একটি গরু বিক্রির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই তার মেয়ের জামাই মো. হোসেন বাজারে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন অভিযুক্ত হোসেনকে আটক করে। খবর পেয়ে তাকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত নিহতের মেয়ে রিনা আক্তার (২২) বলেন, ২০১৯ সালে পারিবারিকভাবে মো. হোসেনের সঙ্গে বিয়ে হয় রিনার। সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন হোসেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের ২০ সেপ্টেম্বরের রিনা বাবার বাড়ি চলে আসেন। এরপর জীবিকার তাগিদে গত ৯ এপ্রিল থেকে গার্মেন্টসে চাকুরি নেন তিনি। কোরবানির ঈদের ছুটিতে বেতন-ভাতা হাতে পেয়ে ঈদ করার জন্য বাড়ি আসার পথে শোনেন তার স্বামীর হাতে খুন হয়েছেন তার বাবা।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা বলেন, খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এমডিআইএইচ/এএমএ

Read Entire Article