চট্টগ্রামে গ্রেপ্তার ২ ডাকাতকে আদালতে সোপর্দ

3 months ago 9
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার (৯ মে) ভোরে লোহাগাড়া সীমান্তবর্তী চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- চট্টগ্রামের রাউজান পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড সুলতানপুর রমজান আলীর বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে মো. সুমন (৩৫) ও একই গ্রামের শওকত আকবর চৌধুরী জুনুর ছেলে মো. আবু সাঈদ রিপন (৩৯)।  পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যে দুজন লোক লোহাগাড়া সীমান্তবর্তী চুনতি জাঙ্গালিয়া এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে টহল দলটি সেখানে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন ও রিপনকে গ্রেপ্তার করা হয়।  লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মূলত ডাকাতির উদ্দেশ্যে তারা লোহাগাড়ায় এসেছেন। দুজনের বিরুদ্ধে লোহাগাড়া ও রাউজান থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আজ সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Read Entire Article