চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৩টায় জঙ্গল ছলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন- রবিউল ইসলাম, আবদুল হামিদ, মো. ইউসুফ, গোলাম রব্বানি ও মো. সুমন। তাদের কাছ থেকে শটগানের কার্তুজ, চায়নিজ কুড়াল ও ছুরিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
আকবরশাহ থানার ওসি রোজিনা খাতুন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, আকবরশাহ থানাধীন লতিফপুর সোনা মিয়া রেলগেট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ১০/১২ জনের একটি ডাকাত দল অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৩টায় জঙ্গল ছলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে আটক করা হয়। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তার আব্দুল হামিদের পকেট থেকে সাত রাউন্ড রাবার বুলেট, রবিউলের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ইউসুফ, গোলাম রব্বানী ও সুমনের কাছ থেকে ছোরা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গ্রেপ্তার ও পলাতক আসামিরা মীরপুর আবাসিক এলাকার বাসা-বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে শাপলা আবাসিক এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন বাসা ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।