চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল

3 months ago 9

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। নগরের পলোগ্রাউন্ড মাঠে বিকেল তিনটা থেকে শুরু হবে এ সমাবেশ। সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

শনিবার (১০ মে) দুপুর একটায় ফেসবুক পোস্টে বিষয়টি জানান বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। 

পোস্টে তিনি বলেন, আজ পলোগ্রাউন্ডে বিকাল ৩টার তারুণ্যের সমাবেশে স্বাগত জানাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ, বীর চট্টলার গর্বের সন্তান তামিম ইকবালকে।’

তারুণ্যের সমাবেশে তামিম ইকবালের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা। কালবেলাকে তিনি বলেন, বিকেল তিনটায় সমাবেশে বক্তব্য দেবেন দেশের জনপ্রিয় ক্রিকেট প্লেয়ার তামিম ইকবাল। 

Read Entire Article