চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

2 hours ago 8
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার রাণী রাসমণি ঘাট গোলচত্বর এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ মার্চ) পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুজন হলেন- মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬)।   জানা গেছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানার রাণী রাসমণি ঘাট গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের দিন চট্টগ্রামের পাহাড়তলী থানাল মালখানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলভার ও ৬ রাউন্ড বুলেট দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে। যারা পেশাদার ছিনতাইকারী। পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, গ্রেপ্তার দুজন ছিনতাইকারী দলের সদস্য। তারা পুরো চট্টগ্রাম শহরজুড়ে রাস্তাঘাটে, নির্জন এলাকায় পথচারী, রিকশা কিংবা অটোরিকশার যাত্রীদের ছুরি ঠেকিয়ে ছিনতাই করে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা নিজেরাই থানায় লুটপাটে অংশ নিয়েছিল। বিদেশি রিভলভার ও বুলেটগুলো তারা মালথানা থেকে নিয়ে গিয়েছিল। তাদের দাবি সঠিক কি না, সেটা আমরা যাচাইবাছাই করে দেখছি।
Read Entire Article