চট্টগ্রামে দুই ছিনতাইকারী আটক

2 months ago 9

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম নিশ্চিত হওয়া যায়নি। 

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টায় নগরীর কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে এক নারীকে পথরোধ করে টিপ ছুরির ভয় দেখিয়ে গলায় থাকা সোনার গহনা ছিনিয়ে নেন দুই যুবক। এ ঘটনা ধরা পড়ে এক দোকানের সিসি ক্যামেরায়। এরপর ওই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ কোতোয়ালি থানার আশপাশের এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দুই ছিনতাইকারীকে আটক করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আমরা আলাদা টিমে ভাগ হয়ে অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি এলাকার ভেতর থেকেই দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছেন।

কেএসআর/

Read Entire Article