চট্টগ্রামে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলো সেনাবাহিনী

3 months ago 44

চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (২৬ মে) সকালে সাতকানিয়া থানার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, নকল সোনার বার, মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটক ছিনতাইকারীরা হলেন- চট্টগ্রামের পটিয়ার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রিপন (৩৫) এবং একই উপজেলার হাইদগাঁও এলাকার মো. মনির আহমদের ছেলে মাহাবুব আলম (৪০)।

সাতকানিয়ায় স্থাপিত সেনা ক্যাম্প সূত্র জানায়, দোহাজারী পৌরসভা এলাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় আয়েশা বেগম নামে এক নারী সাতকানিয়ার কেরানিহাট যাচ্ছিলেন। অটোরিকশাটি মৌলভীর দোকান এলাকায় পৌঁছালে ছিনতাইকারী চক্রের কয়েক সদস্য যাত্রীবেশে আয়েশা বেগমের পাশে ওই অটোরিকশায় ওঠেন। পরে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে আয়েশার সঙ্গে থাকা কানের দুল এবং নগদ টাকা নিয়ে অটোরিকশাযোগে পালানোর চেষ্টা করেন।

বিষয়টি স্থানীয়রা দেখে তাদের ধরে জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করেন। এ সময় সাতকানিয়ায় কর্মরত সেনা টহল টিমের সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছিলেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় সেনাবাহিনীর টহল টিম রিপন ও মাহাবুবকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নকল সোনার বার, ওই নারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া কানের দুল, দুটি মোবাইল ফোন, নগদ ৫০০০ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। পরে তাদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে দুই ছিনতাইকারীকে থানায় সোপর্দ করা হয়েছে। আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

এমডিআইএইচ/কেএসআর

Read Entire Article