চট্টগ্রামে পর্যটন এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেলো মাইক্রোবাস

2 weeks ago 13

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মাইক্রোবাস। এতে ট্রেনটির ইঞ্জিন বগির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী বেঙ্গুরা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাইক্রোবাসের যাত্রী আবুল কাশেম জানান, চকরিয়া থেকে মাইক্রোবাসটি বেঙ্গুরা স্টেশনের কাছে একটি বাড়িতে বেড়াতে এসেছিল। যাত্রী নামিয়ে দিয়ে চালক গাড়ি ঘোরাচ্ছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় গাড়িটির সামনের অংশ চুরমার হয়ে যায়। তবে এর আগ মুহূর্তে চালক গাড়ি থেকে নেমে যাওয়ায় রক্ষা পেয়েছেন।

বেঙ্গুরা স্টেশনের রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান মো. ওমর আকবর বলেন, স্টেশনের সিগন্যালের বাইরে রেললাইনের পাশের সড়কে একটি মাইক্রোবাস ঘোরানোর সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ইঞ্জিন বগির আংশিক ক্ষতি হয়েছে।

এ ঘটনার পর ট্রেনটি বেঙ্গুরা স্টেশনে দাঁড়িয়ে যায়। দুপুর ১টা ৪০ মিনিটের সময় ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এমডিআইএইচ/বিএ

Read Entire Article