বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত বারোটা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশের সমন্বিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালী থানার আসামি হাবিবুর রহমান (২৯), মো. সোহেল (২৪), সমির উদ্দিন (৩৪), চান্দগাঁও থানার আসামি মো. রাকিব (২৪), মো. রাজু (৩৫), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. জাকির (২৮), আকবরশাহ থানার আসামি মো. শিপন (২৫), বাকলিয়া থানার আসামি মো. নুর হোসেন ওরফে নুরু (৪৫), মো. শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াছমিন (৪৬), হালিশহর থানার আসামি মো. আবুল হাসেম (৫৪), মো. সাইফুল ইসলাম (২৬), মো. সাইফুল ইসলাম (২৪), পাহাড়তলী থানার আসামি আবদুল আল মামুন (৩২), খুলশী থানার আসামি জাহাঙ্গীর আলম (৩৯), ডবলমুরিং থানার আসামি মো. আব্দুল মাসুদ (৪২), আলাউদ্দিন আলো (৩৫), মো. শাওন (২০), পতেঙ্গা থানার আসামি মো. মঞ্জু আলম (৪০), ইপিজেড থানার আসামি মো. আজাদ (৪৫), সদরঘাট থানার আসামি সানজিদুল ইসলাম চৌধুরী ওরফে রিজভী (১৯), মো. মাসুদ আলম (৩০), পাঁচলাইশ থানার আসামি মো. জুবায়ের হোসেন সাগর (২০), মো. সাইফুল (২৮), প্রিয়ান্ত শীল (২০), কর্ণফুলী থানার আসামি মোহাম্মদ নুর (৪৫), মো. রমজান আলী (৫৫) ও চকবাজার থানার আসামি গোলাম সরোয়ার আলিফ (২১)।
এমডিআইএইচ/এএমএ/এএসএম