চট্টগ্রামে প্রতিবেশীর হামলায় দিনমজুর নিহত

1 hour ago 4

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিকদারপাড়া মিডে বাচা বাপের বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহত মো. রহমত (৪৯) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দিনমজুর রহমতের সঙ্গে একই এলাকার মো. রেজাউলের পরিবারের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। এর বাইরেও ইট ভাঙানোর মজুরি নিয়েও এদিন রাতে দুই পরিবারের সঙ্গে তাদের উঠানে কথা কাটাকাটি হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের থামালেও ঘাতক পরিবার লাঠি ও ছুরি হাতে আবারও বিরোধে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে রহমতকে প্রতিবেশীরা পেটে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েও খুনিদের পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করা হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read Entire Article