চট্টগ্রামে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

4 weeks ago 16

চট্টগ্রামের পটিয়ায় ছাগল বলির টাকাকে কেন্দ্র করে পূরবী শীল (৩৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ ঘরে তিনি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের সুকুমার ডাক্তারের বাড়ির এলাকার প্রবাসী সামী বিরাজ শীলের স্ত্রী।
পূরবী শীলের স্বামী বিরাজ শীল বর্তমানে দুবাইপ্রবাসী। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইমুনা জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই পূরবী শীল মারা যান।

পটিয়া থানার এসআই কামরুজ্জমান জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে এবং স্থান পরিদর্শন করে তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর আসল কারণ।

নিহতের দেবর জানিয়েছেন, তার ভাই পাঠা বলির জন্য আজ ১০ হাজার টাকা বিদেশ থেকে পাঠান। তার বৌদি তা তুলে আনে। দেবরের ভাষ্যমতে, পূরবী শীলের কাছ থেকে কেউ টাকা পেতেন, তাই সে চিন্তিত ছিলেন। বিকেলে এসে তিনি দেখতে পান, তার বৌদি আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, পূরবী শীল একজন শান্ত ও দায়িত্বশীল নারী ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এমআরএএইচ/এমআরএম

Read Entire Article