চট্টগ্রামে বেতন পরিশোধ না করে প্রতিষ্ঠানে তালা, শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রামের চাক্তাইয়ে দুই মাসের বেতন না দিয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ায় ক্ষোভে ফুসে উঠেছেন চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপেয়ারেলস লিমিটেডের শ্রমিকরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাক্তাইয়ের দৌলত প্লাজায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে। পরে রাত ৭টায় পুলিশের সহযোগিতায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকরা বৈঠকে বসেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাসের বেতন না পেয়ে শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েছেন চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপেয়ারেলস লিমিটেডের মালিক নুরুল ইসলাম ও উৎপল চৌধুরী। পরে মালিকপক্ষ বেতনের আশ্বাস দিলেও সেই প্রতিশূতি পূরণ না হওয়ায় বুধবার সকালে আন্দোলনে নামে শ্রমিকরা। এ সময় কারখানা বন্ধ থাকায় তারা রাস্তায় আন্দোলন শুরু করে। কয়েকশ শ্রমিকের এমন আন্দোলনের কারণে পুরো এলাকা স্থবির হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের সরানোর চেষ্টা করে। কিন্তু তারা যেতে রাজি না হওয়ায় পুলিশ তাদের কয়েকজনকে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজ্জাম্মেল হক কালবেলাকে বলেন, ‘মালিকপক্ষ বেতন দেবে বলে শ্রমিকদের ডেকে আনে। কিন্তু তারা এসে দেখে কারখানা বন্ধ দেখতে পায়। তাই বকেয়া আদায়ের জন্য শ্রমিকরা জড়ো হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করি। শিগগিরই বেতনের কিছু টাকা হলেও পরিশোধ করা হবে জানা গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’