চট্টগ্রামে খুলশী থানা এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। একইসঙ্গে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগরতলায় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে এসব অফিসে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে আশপাশের এলাকায়ও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থেকে নগরের খুলশীর ভারতের সহকারী হাইকমিশন ও নগরের ২ নম্বর গেটের ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ দেখা গেছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ ও ন্যক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টার কেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় সোমবার বিকেলে থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সহকারী হাইকমিশনার ও ভিসা সেন্টারের সামনে ও এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা সব তদারকি করছি।