চট্টগ্রামে মশাল মিছিল, শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

2 hours ago 6

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামাল খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরের জামাল খান এলাকা থেকে রাত ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মিছিল শুরু করেন। শেখ হাসিনার হত্যার বিচারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন তারা। মিছিলটি জামাল খান, চেরাগী পাহাড় হয়ে ফের জামাল খান মোড়ে এসে শেষ হয়।

পরে তারা প্রেসক্লাবের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। তারা মিছিল নিয়ে চকবাজার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যায় সেখানেও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে দেখা যায়, পুরোনো একাডেমিক ভবনের সামনে একটু ম্যুরাল ভাঙছেন ২০-২৫ জন। তাদের কয়েকজনের হাতে হাতুড়ি ছিল। অন্যদের হাতে পাথর। 

এ সময় তারা সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তৃতা দিচ্ছেন। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। এটির প্রতিবাদে তারা ভাঙচুর করছেন। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের যে ষড়যন্ত্র করছে, তা রুখে দিতে ছাত্র-জনতা এখনো প্রস্তুত আছে। কোনো অবস্থাতেই তা হতে দেওয়া হবে না।

Read Entire Article