চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে আটক করে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগ্রাবাদ এলাকা থেকে তাকে জনতার হাত থেকে নিজেদের হেফাজতে নেয় ডবলমুরিং থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
পুলিশ জানিয়েছে, দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে আগ্রাবাদ এলাকার একটি শপিং সেন্টারে দেখে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ খোকাকে আটক করে থানায় নিয়ে যায়।
এমডিআইএইচ/ইএ/জিকেএস