চট্টগ্রামে শুক্রবার থেকে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু

2 months ago 8

চট্টগ্রামে আজ শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হচ্ছে ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে তিন দিনব্যাপী এবারের এই প্রতিযোগিতায় ২৪টি দলে ২৫০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু জানান, ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত হতে যাওয়া এবারের প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ১৯টি জেলা দল এবং ৫টি সার্ভিস দল। ২৪টি দলে মোট ২৫০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করছে। তন্মধ্যে ১৭৫ জন পুরুষ সাইক্লিস্ট এবং ৭৫ জন মহিলা সাইক্লিস্ট।

এই প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্টের মধ্যে ৯টি ইভেন্টে পুরুষ সাইক্লিস্ট, ৯টি ইভেন্টে মহিলা সাইক্লিস্ট এবং অ-১৬ বালক এ ২ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় মাঠের ইভেন্ট সমূহ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এবং সড়কের ইভেন্ট সমূহ পতেঙ্গার (টানেল রোড) চট্টগ্রাম কোস্টাল রোডে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সাইক্লিং ফেডারেশন এবং সিজেকেএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইএইচএস/

Read Entire Article