চট্টগ্রামে সংবাদপত্র হকারদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলী মজুমদার রান্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। আর প্রধান বক্তা হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী ও দৈনিক সমকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ সরোয়ার সুমন।