চট্টগ্রামে সিইপিজেডে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

2 hours ago 8

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিইপিজেডের ভেতরে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি গাড়ি ভাঙচুর করেছেন উত্তেজিত শ্রমিকেরা। পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শিল্প পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে সিইপিজেডের মধ্যে একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন লোক ঢুকে পড়েন। নির্মাণশ্রমিকেরা চোর ভেবে তাদের মারধর করে। তবে পোশাকশ্রমিকদের দাবি, ওই কারখানার মধ্যে তিন শিশু ঢুকেছিল। এর মধ্যে একজন নিখোঁজ হওয়ার খবরে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, নির্মাণ ও পোশাকশ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে সংঘর্ষ হয়েছে। নির্মাণাধীন কারখানায় চোর ঢুকে পড়ায় তাঁদের মারধর করেন নির্মাণশ্রমিকেরা। পরে নির্মাণশ্রমিকদের সঙ্গে পোশাকশ্রমিকেরা সংঘর্ষে জড়ায়। এসময় আইন শৃংখলাবাহিনীর গাড়িও ভাঙচুর করা হয়। তবে শিশু নিখোঁজের খবরটি গুজব বলে দাবি করেন তিনি।

এমডিআইএইচ/এমআইএইচএস

Read Entire Article