চট্টগ্রামে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

2 hours ago 7

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) খুলশী থানার রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এমনকি এ হত্যাকাণ্ডের বিষয়েও পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মুখে স্কচটেপ মোড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ৪৮ থেকে ৫০ বছর। নিহতের পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন থানায় ওয়ারলেস ম্যাসেজ পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/এসআইটি/জেআইএম

Read Entire Article