চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০

4 hours ago 5
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ১৬ থানায় অভিযান চালিয়ে আরও ১৯ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়ারা হলেন- দীপন ধর, মো. ফারুখ, মো. ইমরান হোসেন, মো. মনির আলম, পেয়ার আহমেদ, মো. আব্দুর রহমি, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মামুনুর রশদি পাভেল, শুক্কুর আহমেদ প্র. মো. ফয়সাল, আলী মর্তুজা, শাহাজাহান ইসলাম সাজু, মো. নাহিদুল আলম এলিন, মো. সফর আলী, মো. ইকবাল হোসেন, মো. নুরুল আলম। এ ছাড়া আরও যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. রুবেল মিয়া, মো. আব্দুর রউফ বাদশা, মো. ওসমান গণি প্র. ইমন, এএন মেহেদী ইসলাম বাপ্পী, মো. রফিক, মো. রাকিব, জুলফিকার আলী মাসুদ, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ আরশাদুল নুর, আবুল কাসেম, মো. আকবর হোসেন, ইমাম হোসেন ইব্রাহীম, মো. বেলাল, মো. রুবেল ও মো. আলমগীর হোসেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
Read Entire Article