চট্টগ্রামের পোশাক কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের পোশাক

2 months ago 34

চট্টগ্রামের রিংভো অ্যাপারেলস নামক একটি পোশাক কারখানা থেকে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার পিস পোশাক উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) বিষয়টি জানাজানি হয়। 

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার।

থানা সূত্র জানায়, গত ১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সাহেদুল ইসলাম কারখানার মালিক। বাকি দুজন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছিলেন।

বায়েজিদ বোস্তামী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নেন। মংহলাসিনকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যান। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল।

সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত হয়েছি- কারখানায় তৈরি হওয়া পোশাকগুলো কুকি-চিন বিদ্রোহীদের জন্যই বানানো হচ্ছিল। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৌশলে এই কাজ চালিয়ে আসছিল। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

Read Entire Article