সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : কফিল উদ্দিন 

8 hours ago 3
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ হচ্ছে সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এ সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকায় অবস্থিত কুর্মিটোলা সিভিল অ্যাভিয়েশন সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিশ্বকর্মা পূজা উপলক্ষে পূজামণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বিএনপি নেতা। পূজামণ্ডপ পরিদর্শন শেষে কফিল উদ্দিন আহমেদ পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে তাদের যে কোনো অনুষ্ঠানে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।  বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই বিষয়টি ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। প্রতিটি ধর্মীয় উৎসবে পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধাবোধই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।  এ সময় ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Entire Article