চট্টগ্রামের মিতু হত্যার আসামি ভোলা আবারও গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা বেগম মিতু হত্যা মামলার জামিনে থাকা আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে ভোলাকে গ্রেপ্তার করা হয়। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করার কথা বলেছেন বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান। তিনি বলেন, নির্বাচনে সন্ত্রাসীরা যাতে কারো পক্ষ নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য পুলিশের অভিযান চলছে। সে অভিযানে ভোলাকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, ভোলা তালিকাভুক্ত পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক মামলা আছে। নির্বাচনে স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে তার হুমকিস্বরূপ। সে কারণে সন্ত্রাস বিরোধী অভিযানে ভোলাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ

চট্টগ্রামের মিতু হত্যার আসামি ভোলা আবারও গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা বেগম মিতু হত্যা মামলার জামিনে থাকা আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে ভোলাকে গ্রেপ্তার করা হয়।

নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করার কথা বলেছেন বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান। তিনি বলেন, নির্বাচনে সন্ত্রাসীরা যাতে কারো পক্ষ নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য পুলিশের অভিযান চলছে। সে অভিযানে ভোলাকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, ভোলা তালিকাভুক্ত পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক মামলা আছে। নির্বাচনে স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে তার হুমকিস্বরূপ। সে কারণে সন্ত্রাস বিরোধী অভিযানে ভোলাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজের বাসার সামনে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

অঞ্জলী রানীর স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। মামলাটি শুরুতে পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়। এর পরের বছর ২০১৬ সালের ৫ জুন নগরের ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা আক্তার মিতু। সে সময় তাঁর স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow