চতুর্থবার রামমন্দিরের কাছে জমি কিনলেন অমিতাভ, কারণ কী

3 months ago 8

রামমন্দির হওয়ার পর থেকে ভারতের অযোধ্যা অমিতাভ বচ্চনের অন্যতম পছন্দের স্থান উঠেছে। তাই আরও একবার সেখানে জমি কিনলেন বলিউড শাহেন শাহ। এ নিয়ে তিনি চতুর্থবার অযোধ্যায় জমি কিনলেন। জানা যাচ্ছে, এ জমি পরিমাণও অনেক। গত এক বছর ধরে জমি, বাড়ির উপর বিনিয়োগ করছেন অমিতাভ। এবারও আকাশছোঁয়া মূল্যে জমি কিনলেন এ অভিনেতা।

চতুর্থবার রামমন্দিরের কাছে জমি কিনলেন অমিতাভ, কারণ কী

জানা গেছে, ২৫ হাজার বর্গফুটের এ জমিটি রামমন্দিরের খুব কাছেই। পাশেই রয়েছে ‘সরযূ’ নামে আরও একটি বিলাসবহুল আবাসন। সেখানেও অভিনেতা বিনিয়োগ করেছেন প্রায় ১৪.৫০ কোটি রুপি। রাম জন্মভূমি মন্দির উদ্বোধনের ঠিক আগে অর্থাৎ ২০২৪ সালের ২২ জানুয়ারির ঠিক আগে ৫.৫৪ কোটি রুপি দিয়ে ৫৩৭২ বর্গফুটের একটি জমি কিনেছিলেন তিনি। এবার যে জমিটি কিনলেন তার মূল্য ৪০ কোটি রুপি।

তবে এখানেই শেষ নয়। অভিনেতার বাবা অর্থাৎ হরিবংশ রাই বচ্চনের ট্রাস্টের নামেও রয়েছে ৫৪ হাজার বর্গফুটের একটি জমি। মনে করা হচ্ছে, এই জমিতে নিজের বাবার স্মৃতিসৌধ তৈরি করতে পারেন বিগ বি। অন্যদিকে আগে কেনা জমিতে তৈরি হতে পারে বচ্চন পরিবারের কোনো বাংলো।

গত বছর ‘কল্কি: ২৮৯৮ এডি’ সিনেমায় অমিতাভ বচ্চনকে দেখা গেছে। এরপর তিনি বড়পর্দা থেকে দূরে রয়েছেন। এ কারণে অনুরাগীদের প্রশ্ন, এবার কি অমিতাভ বচ্চন অযোধ্যাতেই স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছেন?

এমএমএফ/জিকেএস

Read Entire Article