চন্দনাইশ প্রেস ক্লাবের কমিটি গঠন

2 months ago 41

চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের ২ বছর মেয়াদে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিনকে সভাপতি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি খালেদ রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

শনিবার (২৪ মে) সকালে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটি গঠনের তারিখ থেকে ২ বছর দায়িত্ব পালন করবেন।

কমিটিতে অন্য পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি আবদুল মোবিন (দৈনিক আমার দেশ), সহসভাপতি আবদুল গফুর রাব্বানী (বাংলাদেশ সমাচার), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল (দৈনিক মানব জমিন), সহসাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম মোস্তফা (দৈনিক ভোরের দর্পণ), দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম (মুক্ত খবর), অর্থ প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ওমর ফারুক (মানবকণ্ঠ), তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আনোয়ার আবির (দৈনিক জনকাল), সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন নিরব (বাংলাদেশের খবর)। ক্রীড়া সম্পাদক মো. জিয়াউদ্দিন (দৈনিক শাহ আমানত)। 

সদস্য নির্বাচিত হয়েছেন ওসমান চৌধুরী (নিউজ গার্ডেন), রুপন দত্ত (দৈনিক নতুন কাগজ), এনামুল হক নাবিদ (দৈনিক সময়ের আলো), মো. মোজাম্মেল হক সুজন (প্রতিদিনের কাগজ), জাহিদুর রহমান চৌধুরী (আমাদের বাংলা), ইমতিয়াজ ফয়সাল (নিউজ গার্ডেন)।

Read Entire Article