চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

4 hours ago 2

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জল বলেন, আমরা দেখেছি গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা করা হয়েছে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বিকার ভূমিকা পালন করতে দেখেছি। আমরা দেখেছি তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনো ধরনের তৎপরতা চালাচ্ছে না। 

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই যেই শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, এই শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। অন্যদিকে আমরা দেখেছি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত তো দূরে থাক এই অন্তর্বর্তী সরকারের পুলিশ, প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা অবিলম্বে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যেভাবে নৃশংস হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে শাস্তি দেওয়া না হয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ স্বরূপ লং মার্চ টু চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিবে।
 

Read Entire Article