চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি

2 days ago 3

প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রদল। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে চাকসু নির্বাচন বানচালের অভিযোগ তুলে মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে শাখা ছাত্রশিবির।

বুধবার (২৭ আগস্ট) প্রশাসনিক ভবনের সামনে দুপুর ১২টায় অবস্থান কর্মসূচি পালন করে শাখা ছাত্রদল। অন্যদিকে দুপুর সাড়ে ১২টার চাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রশিবির।

ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের পদত্যাগের দাবি জানান।

তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রক্টর বিভিন্ন সময়ে একটি দলের প্রোগ্রামে উপস্থিত থাকেন ও তিনি চাকসু নির্বাচনের সঙ্গে জড়িত রয়েছেন। ফলে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে তারা শঙ্কায় আছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাদের কটূক্তি করেছেন ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, প্রশাসনের পক্ষপাতিত্বের বিষয়টি একটি অবান্তর অভিযোগ। ছাত্রদল মূলত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সামনে আনছে, যাতে চাকসু বানচাল করতে পারে। তারা তারা অনৈতিক সুবিধা নিতে না পারায় প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবি তুলছে।

চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি

প্রশাসনের দায়িত্বে থানা বিএনপিপন্থি শিক্ষকরাও ছাত্রদলের বিভিন্ন প্রোগ্রামে গেলেও এ নিয়ে তাদের সমস্যা হচ্ছে না কেন, এমন প্রশ্ন তুলেন শিবির নেতারা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জাগো নিউজকে বলেন, প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ, শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান ও চাকসুর গঠনতন্ত্র পরিবর্তন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আমাদের এই কর্মসূচি।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ছাত্রদল সম্পর্কে রেজিস্ট্রারের অশালীন বক্তব্য আমরা মেনে নিতে পারছি না। রেজিস্ট্রার আইনি ব্যবস্থা নেবেন কিন্তু তিনি কাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন? চাকসুর কমিটি রেজিস্ট্রারের স্বাক্ষরেই হয়েছে। আমরা এর প্রতিবাদ করতেই পারি। সে জায়গা থেকে এই ধরনের অশালীন মন্তব্য করায় আমরা তীব্র নিন্দা জানাই।

ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. ঈসহাক ভূঁঞা বলেন, প্রশাসন আমাদের দীর্ঘ কর্মসূচির পর চাকসুর তফসিল ঘোষণার তারিখ দিয়েছে। কিন্তু একটি ছাত্র সংগঠন চাকসুকে নষ্ট ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে চাকসুর তারিখ ঘোষণা করবে এবং সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করবে।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, আমরা গত দুইদিন থেকে ক্যাম্পাসে বিভিন্ন বিষয় দেখে আজ মিছিল করেছি। আমরা দেখেছি একটি দল বিভিন্ন অযৌক্তিক ইস্যু টেনে চাকসু বানচালের চেষ্টা করছে। চাকসু বানচালের পাঁয়তারা আমরা কোনোভাবেই মেনে নেব না।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি চাকসু নির্বাচন সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমাকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হলেও আমি তা গ্রহণ করিনি। পরবর্তীতে ছাত্রদলের একটি স্মারকলিপিতে দেখলাম, সেখানে রেজিস্ট্রারকে অব্যাহতির দাবি তোলা হয়েছে। এ বিষয়ে তারা যদি সত্যিই শিক্ষার্থী হয়ে থাকে, তবে চাকসু সম্পর্কিত বিষয়গুলো তাদের জানা থাকারই কথা। এমন মন্তব্য সাংবাদিককে বলেছিলাম, অথচ সেই মন্তব্যকে কেন্দ্র করেই তারা আমার পদত্যাগ দাবি করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

সোহেল রানা/এমএন/এমএস

Read Entire Article