চব্বিশের আন্দোলনের নায়ক খুঁজলে প্রথম সারিতে থাকবে শিবির

2 months ago 31

চব্বিশের আন্দোলনে নায়ক খুঁজলে ছাত্রশিবির প্রথম সারিতে থাকবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, এ আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও হাজারো ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণ ও আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এ সফলতার মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও স্বাধীনতা ভোগ করা। এ সফলতার জন্য প্রথম ত্যাগী আবু সাইদ। আমরা সবাই এ আন্দোলনের সামনে ছিলাম। শিবির মেধাবীদের সংগঠন। যে শিবির করবে সৎ, দক্ষ, যোগ্য হবে। ছাত্রশিবির রাজনীতি চর্চা করে না। ছাত্রদের সঙ্গে নিয়ে কাজ করতে চায়।

মঞ্জুরুল ইসলাম বলেন, জাতির সামগ্রিক উন্নতিতে কোনো লিডারই কাজ করেনি। আমাদের দাস অনুদাসে করে তোলা হয়েছে। এটা রাষ্ট্রের বড় এক ত্রুটি। এ জায়গা থেকে বের হতে না পারায় যোগ্য নেতৃত্ব গড়ে ওঠেনি। এটা জাতির সবচেয়ে বড় সংকট।

jagonews24

সংগঠনের ইবি শাখার সভাপতি এইচ এম আবু মুসার সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ আব্দুল্লাহ আল মোস্তাকিমের বাবা লোকমান হোসাইন, ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট ও বায়েটোকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, কুষ্টিয়া জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ এ কে এম আলী মহসিন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সোহেল, কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

Read Entire Article