চব্বিশের বিপ্লবের মাস্টারমাইন্ড হলেন শহীদ ও গাজীরা : সাদিক কায়েম

9 hours ago 7
বাংলাদেশ ইসলাম ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাদিক কায়েম বলেছেন, চব্বিশের বিপ্লবের মহানায়ক হলেন শহীদ ও গাজীরা। জীবনের বিনিময়ে হলেও এ বিপ্লব বেহাত হতে দেওয়া যাবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা হটাতে এ দেশের আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এ কৃতিত্ব একা কারো নয়। কেউ মাস্টারমাইন্ড নন। আসল মাস্টারমাইন্ড হলেন শহীদ ও গাজীরা। মঙ্গলবার (২৫ মার্চ) কুমিল্লার দাউদকান্দি পৌরসভার শহীদ রিফাত শিশু পার্কে ছাত্রশিবিরের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, আমাদের এ নতুন বাংলাদেশে যেন আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে দিতে পারি। আর কত রক্ত দিব আমরা। স্বাধীনতার ৫৩ বছর যাবত আমরা রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি।  আমরা চাই সকলের ঐক্যবদ্ধ হওয়ার ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে।   শিবিরের এ নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ করছি। জুলাই বিপ্লবের শহীদ গাজীদের পরিবারের পাশে দাঁড়ান। আমরা তাদের পরিবারকে অবহেলায়, অনাদরে দেখতে চাই না।  এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদেরও শহীদ ও গাজী পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে খোঁজখবর রাখার অনুরোধ করেন ইসলামী ছাত্রশিবিরের ঢাবির সাবেক এ সভাপতি।  ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন- পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কাশেম প্রধানিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুলল্লাহ আল আফিফ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আদনান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপসম্পাদক মো. জিসান মিয়া, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক নেতা রেজাউল হক সরকার, জামায়াতে ইসলামী নেতা বিল্লাল মিয়াজী প্রমুখ।
Read Entire Article