চলতি মাসেই সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

2 days ago 6

গত ৭ সেপ্টেম্বর (রোববার) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে চলতি বছরের চন্দ্রগ্রহণ দেখা গেছে। এই দিন পূর্ণচন্দ্রগ্রহণ হয়। এবার একই মাসেই সূর্যগ্রহণের বিরল দৃশ্যও দেখা যেতে পারে। মঙ্গলবার  (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতি বলা হয়েছে,  আগামী রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১ টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। গ্রহণটি শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে রাত ১ টা ৪১ মিনিটে। গ্রহণটি স্থায়ী থাকবে ৪ ঘণ্টা ২৪ মিনিট।

ভারতীয় পঞ্জিকা অনুসারে, রোববার পৃথিবীতে হতে যাওয়া সূর্যগ্রহণটি আংশিক গ্রহণ হবে। তিথি অনুযায়ী ওইদিন অমাবস্যাও থাকবে। অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ।

কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বরের এই সূর্যগ্রহণ ভারত এবং উত্তর গোলার্ধের অধিকাংশ দেশে দেখা যাবে না। অর্থাৎ বাংলাদেশেও দেখা যাবে না । তবে নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা, আফ্রিকাসহ বিশ্বের একাধিক প্রান্ত থেকে এই গ্রহণ দেখা যাবে। 

Read Entire Article