চলন্ত রিকশা থেকে ছিনতাই, ইডেনের শিক্ষার্থী আহত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনি রিকশাযোগে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন একটি সিএনজি থেকে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেন, ফলে তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। এতে তার ডান পা এবং হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে। আহত শিক্ষার্থীর নাম অর্পিতা মুখার্জী (২৪)। তিনি ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।  আহত অবস্থায় তার সহপাঠীরা প্রথমে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অর্পিতার সহপাঠী প্রবিতা জানান, ঘটনার সময় তারা একসঙ্গেই রিকশায় ছিলেন। হঠাৎ করে ছিনতাইকারীরা ব্যাগ টান দিলে অর্পিতা ভারসাম্য হারিয়ে রিকশা থেকে পড়ে যান। জানা গেছে, অর্পিতা রংপুর সদর উপজেলার মহিগঞ্জ এলাকার অরূপ মুখার্জির মেয়ে। বর্তমানে তিনি ঢাকার আজিমপুর কলোনিতে বসবাস করছেন। ঢাকা মেডিকেল কলে

চলন্ত রিকশা থেকে ছিনতাই, ইডেনের শিক্ষার্থী আহত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনি রিকশাযোগে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন একটি সিএনজি থেকে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেন, ফলে তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। এতে তার ডান পা এবং হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে।

আহত শিক্ষার্থীর নাম অর্পিতা মুখার্জী (২৪)। তিনি ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

আহত অবস্থায় তার সহপাঠীরা প্রথমে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অর্পিতার সহপাঠী প্রবিতা জানান, ঘটনার সময় তারা একসঙ্গেই রিকশায় ছিলেন। হঠাৎ করে ছিনতাইকারীরা ব্যাগ টান দিলে অর্পিতা ভারসাম্য হারিয়ে রিকশা থেকে পড়ে যান।

জানা গেছে, অর্পিতা রংপুর সদর উপজেলার মহিগঞ্জ এলাকার অরূপ মুখার্জির মেয়ে। বর্তমানে তিনি ঢাকার আজিমপুর কলোনিতে বসবাস করছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মতিঝিল এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আহত এক ইডেন কলেজের শিক্ষার্থী ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow