চসিকের নিয়ন্ত্রণে ফিরল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

2 hours ago 5

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রাস্টি বোর্ডের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিটি করপোরেশনের মেয়রকে নতুন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এরমধ্যে দিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল চট্টগ্রাম সিটি করপোরেশন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৫ (৭) ধারা অনুযায়ী বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তে একই আইনের ৬ (১) ধারা অনুযায়ী বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হলো।

৯ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন সদ্য সাবেক সিটি মেয়র, উপাচার্য, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি করপোরেশনের সচিব, সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, সিটি করপোরেশনের দুজন প্যানেল মেয়র ও সিটি করপোরেশনের হিসাব ও নিরীক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের নিয়ন্ত্রণে ছিল। বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সিটি করপোরেশনে অধীনে আনার কার্যক্রম শুরু করেন।

Read Entire Article