চসিকের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক গ্রেপ্তার

3 weeks ago 15

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক কোম্পানিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর বাকলিয়ায় দিদার মার্কেট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারের বিষয়ে আবদুল বারেকের মেয়ে সালমা সোলতানা মনি বলেন, বাকলিয়ার একটি বাসা থেকে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির সিনিয়র নেতারা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ এবং শিক্ষার্থী হত্যার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনেক কাউন্সিলররাই বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। এদের মধ্যে কয়েকজন এরইমধ্যে গ্রেপ্তারও হয়েছেন।

কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার আশরাফুল আলম কালবেলাকে বলেন, বিকেলে চসিক সাবেক কাউন্সিলর কাউন্সিলর আব্দুল বারেক কোম্পানিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। আর মামলা আছে কি না তা যাচাইবাছাই করা হচ্ছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।

Read Entire Article