চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ

3 months ago 22

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চাঁদপুরে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি এখনো চলমান রয়েছে।

এদিকে নিম্নচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নদীতে স্রোত ও ঢেউ বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় জেলা চাঁদপুরের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে। এছাড়া চাঁদপুর-নারায়ণগঞ্জগামী সকল ছোট লঞ্চের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

অন্যদিকে চলমান ঝড়-বৃষ্টি থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এতে করে সড়কে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। শহরের বিভিন্ন মোড়ে ও বাজার এলাকায় মানুষের কম উপস্থিতি দেখা গেছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, বৈরী আবহাওয়া এবং অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ২ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় চাঁদপুর-নারায়ণগঞ্জগামী সকল ছোট লঞ্চের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। নদী বন্দরে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা না দিলেও বৈরী আবহাওয়ার কারণে যাত্রী সংকট থাকায় লঞ্চ চলাচলে শিডিউল বিপর্যয় হচ্ছে।

শরীফুল ইসলাম/এফএ/এএসএম

Read Entire Article