চাঁদপুরে চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা

1 day ago 6

চাঁদপুরে চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান।

পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয় জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় সেলিম ব্রিকস, অনি ব্রিকস, রনি ব্রিকস-২ ও মার্কস ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন সেলিম ব্রিকসকে চার লাখ টাকা, অনি ব্রিকসকে চার লাখ টাকা, রনি ব্রিকস-২ কে পাঁচ লাখ টাকা এবং একই এলাকার মার্কস ব্রিকসকে চার লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/জেডএইচ/এমএস

Read Entire Article