চাঁদপুরে জেলি পুশ করা ১৮০ কেজি চিংড়ি জব্দ

3 months ago 9

চাঁদপুরে জেলি পুশ সাড়ে ৪ মণ (১৮০ কেজি) চিংড়ি জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

সোমবার (১৬ জুন) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, হরিনা ফেরিঘাটে যৌথ অভিযান চালিয়ে ১৮০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুতে নষ্ট করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর সদর টিম, সদর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল অভিযানে অংশগ্রহণ করেন।

শরীফুল ইসলাম/জেডএইচ/এমএস

Read Entire Article