চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

2 months ago 41

চাঁদপুর-মতলবে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় শিশুসহ সাতজন গুরুতর আহত হয়েছে। রোববার (৮ জুন) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ছিদ্দিকুর রহমান (৫০)। তিনি সিএনজিচালক ছিলেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ছোট হলুদিয়া গ্রামে।

এ ঘটনার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চারজন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুরুতর আহত শাহ আলম নামের এক যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী রোকসানা বেগম বলেন, দুর্ঘটনার পর সিএনজিতে থাকা সবাই গুরুতর আহত হন। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের আমরা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসি।

আহতরা হলেন, চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা এলাকার শাহআলম (৪০), কুমিল্লার দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), তার স্ত্রী রিপা ঘোষ (৪০), নুসরাত আক্তার (১৮), অজ্ঞাতপরিচয় এক কিশোর ও শিশু।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপ্লব দাস বলেন, সিএনজিচালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য সবার অবস্থা গুরুতর। তাদের মধ্যে শাহআলম নামের এক যাত্রীকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনায় কবলিত এলাকাটি পরিদর্শন শেষে সিএনজি ও জৈনপুরী বাসটি জব্দ করা হয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

Read Entire Article