চাঁদপুরে ৫৫ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ

2 weeks ago 17

চাঁদপুরের বাবুরহাট এলাকায় টাস্কফোর্সের অভিযানে দুই হাজার ১৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন রাখার দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে শহরের বাবুরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বশির পাটোয়ারি স্টোরের গোডাউন থেকে ১২৪৫ কেজি এবং ফখর উদ্দীন নামক আরেক দোকানির গোডাউন থেকে প্রায় ৯৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অবৈধ পলিথিন বিক্রির দায়ে দুই গোডাউনের মালিকদের মধ্যে বশির পাটোয়ারিকে ৫০ হাজার টাকা এবং ফখর উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

Read Entire Article