চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা আজ

2 months ago 31

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রাসহ আশপাশের উপজেলাগুলো মিলিয়ে অন্তত ৫০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

শুক্রবার (৬ জুন) হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রতি বছর কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদ্‌যাপন করি। ঈদ উপলক্ষে কোরবানির সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সকালে ঈদের নামাজ শেষে আল্লাহকে সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেব।

এদিন সকালে ঈদের প্রথম জামাত হবে সাদ্রা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায়। ইমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত সকাল ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে। যেখানে ইমামতি করবেন মুফতি আরিফ চৌধুরী। এছাড়া স্থানীয় বিভিন্ন মাঠে সকাল সাড়ে ৮টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা ছাড়াও ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।

প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনের এই প্রথা চালু হয়। তার অনুসারীরা চাঁদপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একইভাবে ঈদ উদ্‌যাপন করে থাকেন।

Read Entire Article