চাঁদরাতে ডেঙ্গুতে প্রাণ গেলো নারী উদ্যোক্তার

2 months ago 7

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আজমেরি মোনালিসা জেরিন (২৭) নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে। তিনি বরগুনা-১ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদের ছোট মেয়ে।

শুক্রবার (৬ জুন) রাত পৌনে ৯ টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জেরিন ক্রেকার্স নামে একটি হোমমেইড কেক তৈরি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। তার দুই বছরের একটি শিশু কন্যা রয়েছে।

পরিবার সূত্র জানায়, জ্বরে আক্রান্ত হয়ে জেরিন ও তার স্বামী রাকিবুল হাসান রাজন বুধবার হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে জেরিন হাসপাতাল থেকে বাড়িতে গেলে সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। ফের তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে রাত পৌনে ৯টার দিকে মৃত্যু হয়।

জেরিনের বড় ভাই মঈনুল হাসান রাসেল বলেন, বোনের রক্তের প্লাটিলেট যখন এক লাখ ৪৪ হাজার থেকে কমে মাত্র ৪৪ হাজার হয় তখন উন্নত চিকিৎসার দাবি করলেও চিকিৎসকরা কর্ণপাত করেননি। উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে পাঠালে এ ধরনের ঘটনা ঘটতো না।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) তাসকিয়া সিদ্দিকী বলেন, ‘সকালে কিছুটা সুস্থতা অনুভব করে জন্মদিন থাকায় তিনি বাসায় চলে যান। পরে সন্ধ্যায় আবারও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে নিয়ে এলে জেরিনকে ভর্তি করা হয়। তবে ভর্তি হওয়ার ঘণ্টাখানেক পরে তার মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘আমাদের চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। জেলায় ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালে প্রায় চার শতাধিক রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে প্রায় এক থেকে দেড়শ রোগী ডেঙ্গু আক্রান্ত।’

নুরুল আহাদ অনিক/আরএইচ/এমএস

Read Entire Article