দিনমজুর আবদুল জলিল (ছদ্মনাম) কয়েক বছর আগে আদাবরের বালুর মাঠ এলাকায় ভাড়া নেওয়া জমিতে চার রুমের টিনের ঘর তোলেন। এক রুমে তিনি থাকতেন। বাকি রুম সাবলেট হিসেবে ভাড়া দিতেন। আয় ছিল ৯ হাজার টাকা। এটা ছিল তার অয়ের অন্যতম উত্স। কিন্ত বছর খানেক আগে থেকে কিশোর গ্যাং তার কাছে চাঁদা দাবি শুরু করে।
তিনি জানান, প্রায় এক মাস আগে কিশোর গ্যাং গ্রুপের মনির ও গুজা মনিরের লোকজন তার কাছে প্রতি মাসে ৫ হাজার টাকা চাঁদা... বিস্তারিত