চাঁদা না দেওয়ায় প্রবাসীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

2 months ago 9

চট্টগ্রামের চন্দনাইশে চাঁদার টাকা না দেওয়ায় দেলোয়ার হোসেন নামে এক দুবাই প্রবাসীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ মে) বিকালে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহত দেলোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী দেলোয়ার ২০০১ সাল থেকে দুবাইয়ে বসবাস করছেন। দেড় মাস আগে গ্রামে ফিরে তিনি বাড়ির নির্মাণকাজ শুরু করেন। এরপর থেকেই স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে। পরবর্তীতে এ ঘটনায় জিডি করলে প্রবাসীর উপর হামলা চালায় তারা। 

আহতের ছোট ভাই রুবেল হোসেন বলেন, ‘আমাদের বাড়ির নির্মাণকাজ চলছে। কয়েকদিন আগে একাধিকবার মোবাইলে ফোন দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে কিছু লোক। এরপর প্রকাশ্যে এসে চাঁদা চাইতে থাকে। আমরা ভিডিও করে রেখেছি এবং থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। এর জের ধরেই আজ আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়।”

তিনি আরও বলেন, ‘আমিও প্রবাসী। ২০২১ সালে আমি দুবাই থেকে চলে আসি। আজ থেকে ১০-১২ বছর আগে একতলার কাজ শেষ হয়। কিছুদিন আগে দ্বিতীয় তলার কাজ শুরু করলে ওরা চাঁদা দাবি করতে আসে। আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। এলোপাতাড়ি ছুরিকাঘাত ও রড দিয়ে মাথা তেতলে দিয়েছে, এখন ও অপারেশন থিয়েটারে আছে। আমরা এ ঘটনায় আইনি পদক্ষেপ নিবো।’

এদিকে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে চাঁদা দাবিকারীদের মধ্যে নাজিম, হাসানুজ্জামান শাওন, আবছার, নেজাম, শাকিল ও শাকিব নামের কয়েকজন নিয়মিত এলাকায় অপরাধ কর্মকাণ্ডে জড়িত।

গত কয়েকমাস ধরে চন্দনাইশের দুর্গম ইউনিয়ন ধোপাছড়িতে নানা কারণে সংঘর্ষ, হামলা, পূর্ব শত্রুতার জেরে কৃষি জমি, খামার নষ্ট করে দেওয়াসহ প্রতিপক্ষের উপর হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। যার বেশিরভাগের নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি। 

এ বিষয়ে জানতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামান বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article