চাঁদা না পেয়ে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

14 hours ago 7

রংপুরের মিঠাপুকুরে বালু বিক্রি করায় মালিকের কাছে চাঁদা দাবি করেন স্থানীয় এক বিএনপি নেতা। চাঁদা দিতে রাজি না হওয়ায় হামলার অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতার বিরুদ্ধে। হামলায় কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মনিরুজ্জামান সরকার।

তবে অভিযুক্ত বিএনপি নেতার দাবি, তিনি কারো ওপর হামলা চালাননি। উলটো প্রতিপক্ষের আঘাতে তিনি আহত হয়েছেন। 

অভিযুক্ত বিএনপি নেতার নাম হজরত আলী। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। 

অভিযোগ সূত্রে জানা যায়, এক বছর আগে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মমিনপুরে নিজের পুকুর থেকে বালু তুলে স্তূপ করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান সরকার। মঙ্গলবার থেকে বালু বিক্রি শুরু করলে হজরত আলী তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিএনপি নেতার ভগ্নিপতি মামুনুর রশিদের সঙ্গে আগের জমিজমার দ্বন্দ্বকে পুঁজি করে বাকবিতণ্ডা বাধে। 

পরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হজরত আলীর নেতৃত্বে আবু বক্কর, গোলাম মিয়া, আফিয়া খাতুনসহ অজ্ঞাতনামা চার-পাঁচ জন লাঠি, হকিস্টিক, লোহার রড ও ধারালো ছুরি নিয়ে বালু পরিবহনের ট্রাক্টর আটকিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে মনিরুজ্জামানের পরিবারের সদস্যরা গেলে তাদের ওপর হামলা চালান বিএনপি নেতা ও তার লোকজন। হামলায় মশিয়ার রহমান, মালেকুজ্জামান, গোলাপ মিয়া গুরুতর আহত হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

হামলায় আহত মালেকুজ্জামান বলেন, একবছর আগে উত্তোলন করা বালুর জন্য দলীয় প্রভাব খাটিয়ে উপজেলা প্রশাসনকে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার হুমকি দিয়েছে। এক বছর থেকে উপজেলা প্রশাসন কোনো মামলা দিল না, এখন আমাদের নাকি ইউএনও-এসিল্যান্ড মামলা দেবে। আমরা এর ন্যায্য বিচার চাই। আমাদের মারধরের পর ওই নেতা এখন মীমাংসার প্রস্তাব দিচ্ছে।  

এ বিষয়ে ভুক্তভোগী মনিরুজ্জামান সরকার বলেন, জমিজমা নিয়ে স্থানীয় বিএনপি নেতা হজরত আলীর বোন জামাই মামুনুর রশিদের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এটা মীমাংসার জন্য থানায় বসার কথা ছিল। এর মধ্যে ওই নেতার দাবিকৃত চাঁদা না দেওয়ায় আমাদের ট্রাক্টর আটকিয়ে দলীয় নেতাকর্মী নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে উলটো নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমাদের ওপর মিথ্যা মামলার পাঁয়তারা করছে। আমি সরকারের কাছে ন্যায়বিচার চাই।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হজরত আলী তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমার বোনের সঙ্গে বিরোধপূর্ণ একটি জমি দখল করে ওরা বালু পরিবহন ব্যবসা করছিল। এ বিষয়ে কথা বলার জন্য ৪-৫ জন গেলে আমার ওপর হামলা করে।একপর্যায়ে হাতাহাতি হওয়ার পর ওরা আমার বোনের বাড়ি ভাঙচুর করে। আমি কোনো চাঁদা দাবি করিনি। কারও ওপর হামলা করিনি। ওরাই আমার ওপর হামলা করেছে।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দীক কালবেলাকে বলেন, জমিজমার দ্বন্দ্বকে কেন্দ্র করে মারামারি হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। দুই পক্ষের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article