চাঁদাবাজি-দখলবাজিতে জড়িতরা দুর্বৃত্ত : শরীফউদ্দীন জুয়েল 

4 hours ago 6

চাঁদাবাজি, দখলবাজিতে যুবদলের কেউ জড়িত নয় দাবি করে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, এরা দুর্বৃত্ত। দুর্বৃত্তায়নের স্থান যুবদলে নেই।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরখানে থানাধীন ৪৬নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

দুর্বৃত্তদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শরীফ উদ্দীন জুয়েল বলেন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যুবদল ঢাকা মহানগর উত্তর লড়াই করে যাবে। আর যুবদলের কেউ অপকর্মের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে; প্রয়োজনে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। 

তিনি বলেন, একটি কর্মীসভার মাধ্যমে প্রমাণিত হয়- সংগঠন কতটা শক্তিশালী, কতটা সুশৃঙ্খল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকে যারা ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, তারাই পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবেন। 

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, আন্দোলন-সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা হামলা-মামলার শিকার হয়েছে, যারা ৫ আগস্টের পটপরিবর্তনের পর নিজেদের চরিত্র হারায়নি-  যুবদলে একমাত্র তাদেরই স্থান হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অনুপ্রবেশকারী ও হাইব্রিডের স্থান যুবদলে নেই। 

যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করে জুয়েল বলেন- দলকে জানুন, পড়াশোনা করুন, নিজেদের জ্ঞানের পরিধি বাড়ান; তাহলে দল উপকৃত হবে। দল উপকৃত হলে দেশ উপকৃত হবে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, ৫ আগস্টের পর যে-সব হাইব্রিড, অনুপ্রবেশকারী দলে ঢুকছে; তারা আপনাদের শত্রু, দলের শত্রু।  এ সময় যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করে শরীফ উদ্দীন জুয়েল বলেন, ৫ আগস্টের আগে যারা দল থেকে দূরে ছিল, যারা আন্দোলনে ছিল না-তাদের বয়কট করুন। 

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, সরকারি শত জুলুম-নির্যাতন, হামলা-মামলা সহ্য করে অতীতে যারা দলে ছিল, তারা খাটি সোনা। তারাই দলের সম্পদ। আগামী দিনে তাদেরকেই নেতৃত্বে নিয়ে আসা হবে। আমরা কোনো ইমিটেশন দেখতে চাই না, দলেও স্থান দিতে চাই না। 

জুয়েল বলেন, ৫ আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। তারা গিরগিটির মতো রং বদলাচ্ছে। তারা বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এদের ব্যাপারে  সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। 

শরীফ উদ্দীন জুয়েল বলেন, আমরা গত ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য লড়াই করছি; এখনো পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি দ্রুত জনগণের ভোটাধিকার নিশ্চিত করেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করেন। 

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জুয়েল দাবি করে বলেন, ৫ আগস্ট এর সফলতার ভাগীদার কেউ একা না, এইটা আপামর জনগণের সফলতা। আর এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; যেই নেতৃত্ব তিনি গত ১৭ বছর ধরে দিয়ে আসছেন এবং একমাত্র তার নির্দেশেই আমরা রাজপথে ছিলাম।

তিনি বলেন, কেউ যদি বিপ্লবের একক ঠিকাদার বলে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় কিংবা নির্বাচন প্রলম্বিত করতে চায়; জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার রাজপথে নামবে। 

যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদেরকে নির্দেশনা প্রদান করে জুয়েল বলেন, ৩১ দফাকে জনগণের মাঝে পৌঁছে দেন। জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগের সৃষ্টি হয় এমন কোনো কাজে লিপ্ত হবেন না, মানুষের ভালোবাসা অর্জন করুন।

কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- যুবদল ঢাকা মহানগর উত্তরের  যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, উত্তরখান থানা যুবদলের সাবেক সভাপতি মো. রোস্তম আলী প্রমুখ।

Read Entire Article