খালেদা জিয়ার রোগমুক্তির জন্য জবি ছাত্রদলের দোয়া মাহফিল

4 hours ago 7
পুরান ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২০ জানুয়ারি) এশার নামাজ শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের তত্ত্বাবধানে পুরান ঢাকায় অবস্থিত রোকনপুর মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের জন্মদিন উপলক্ষেও দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে রাতের খাবার বিতরণ করেন।  এসময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আজ আমরা এই দোয়া অনুষ্ঠানে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট দোয়া চাচ্ছি, তিনি যেন সুস্থভাবে আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসেন। দেশনায়ক তারেক রহমান আধুনিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন। তার সেই গুণাবলী ও নেতৃত্ব দিয়ে যেন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন আমি এই দোয়া চাই। আজ আমাদের সকলের প্রিয় ছাত্রদল নেতা রাকিব ভাইয়ের জন্মদিনেও তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাচ্ছি। মহান আল্লাহ এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত শিশুদের দোয়া কবুল করুক। দোয়া অনুষ্ঠানে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Entire Article