চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

1 month ago 20

নেত্রকোনায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগে জুয়েল ভূঁইয়া নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার দলীয় সাধারণ সদস্য পদও বাতিল করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

জুয়েল ভূঁইয়া কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক। তিনি কোথায়ও বিশৃঙ্খলা, সন্ত্রাস বা চাঁদাবাজি করার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী হাতে সোপর্দ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জানতে চাইলে কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই জুয়েল ভূঁইয়ার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে চাঁদাবাজ বা অপকর্মে জড়িতদের জায়গা হবে না।

এ বিষয়ে জানতে জুয়েল ভূঁইয়ার মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

এইচ এম কামাল/এসআর/এএসএম

Read Entire Article